আন্দুলবাড়িয়ার ব্যবসায়ী শেখ জাহিদুল ইসলাম মুকুল ইন্তেকাল করেছে

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী শেখ জাহিদুল ইসলাম মুকুল (৪৯) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম শেখ জাহিদুল ইসলাম মুকুল আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের মরহুম শেখ সিরাজুল ইসলাম রসার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজস্ব সনেট ট্রান্সপোর্টের মাধ্যমে আন্দুলবাড়িয়া, শাহাপুর ও রায়পুর এলাকার ফল ও কাঁচামালের বাজার থেকে পেয়ারা, ড্রাগন, মাল্টা, কমলা, লেবু, ধনিয়াপাতা ও বিভিন্ন কাঁচামাল ঢাকা, গাজীপুর, মাওনা, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করেন অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী। গতকাল রাত ১০টায় মরহুমের বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, মা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *