দামুড়হুদা উপজেলা পরিষদের নিকটে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় একটি পুকুর থেকে কামাল উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের বিপরীতে মন্ডলদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল উদ্দীন একই উপজেলার বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। তিনি দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের করণিক ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পাশে বোতল কুড়াতে গিয়ে ডুবে যেতে পারেন বলে ধারণা পুলিশের। পুলিশ জানায়, সকালে পুকুরে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর জানান, গতকাল মঙ্গলবার বিকেল থেকে কামাল উদ্দীন নিঁখোজ ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ার পরিত্যক্ত বোতল কুড়াতেন তিনি। পুকুরের পাশে বোতল কুড়ানোর সময় তিনি পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *