স্টাফ রিপোর্টার
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত সোমবার বিজিবি মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে। এছাড়া পৃথক আরো ২টি অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮-বিজিবি জানায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/০২ এস এর নিকট সন্তোষপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ৪৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/এমপি এর নিকট হরিহরনগর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে গত সোমবার রাত ৮টর দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৩-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
ভারতে অনুপ্রবেশের সময় ১ জন আটক জীবননগরে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার



