স্টাফ রিপোর্টার
দামুড়হুদার আটকবরে লাইসেন্স নবায়ন না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জেলার দামুড়হুদার আটকবর এলাকায় অভিযান চালানো হয়। বেলা ১১ টা থেকে থেকে দেড়টা পর্যন্ত পর্যন্ত পরিচালিত অভিযানে মুদি দোকান, সার-বীজ, বেকারী পণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মোছা: হাজিরা খাতুন এর প্রতিষ্ঠান মায়া বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার-বীজ বিক্রি ও লাইসেন্স নবায়ন না থাকায় মো: আশরাফুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্স কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুই দোকানীকে ৩২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।
এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জড়ালা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।
দামুড়হুদার আটকবরে লাইসেন্স নবায়ন না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা



