তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নের বিত্তিরদাড়ি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ওই গ্রামের বিল্লাল হোসেনের বসতভিটা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ওই ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
ঘটনা সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিত্তিরদাড়ি গ্রামের মৃত আহমদ আলির বড় ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বসতভিটা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তার বাড়িতে থাকা সবকিছু পুড়ে যায়। সে গ্রামে গ্রামে হকারি ভাঙ্গাড়ি ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শী মহসিন হোসেন জানান, হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটের কারনে এই আগুন লাগে। মূহুর্তে আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের আসার আগেই গ্রামের লোকজন একত্রিত হয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।
বাড়ির মালিক বিল্লাল হোসেন বলেন, আমি খুবই গরীব মানুষ, খুবই কষ্ট করে জীবনযাপন করি। আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। পরনের এই কাপড় ছাড়া কোন কিছু নেই। বাড়ির পাশে গরু ছাগল ছিলো সেগুলো রক্ষা করতে পেরেছি।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে এনজিও থেকে ১ লাখ টাকা লোন করেছে সে। ওই টাকাসহ ঘরের মধ্যে যা ছিলো সবকিছু পুড়ে গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষথেকে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।


