মেহেরপুর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিনেই বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুণের পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেছেন তার ভাই অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। অন্যদিকে জামায়াতের দুই প্রার্থী মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের আমীর মাওলানা. তাজ উদ্দীন খাঁন ও মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা। গতকাল বুধবার দুপুরে তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অপরদিকে বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান মাহবুব, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, বিএনপি নেতা প্রভাষক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টু, জেলা কৃষকদলের সম্পাদক মিজানুর রহমান।
মেহেরপুরে মনোনয়ন উত্তোলনের প্রথম দিনেই বিএনপি ও জামায়াতের চার প্রার্থীর ফরম সংগ্রহ



