ডাক্তার দেখিয়ে ফেরার পথে জীবননগরে মা-ছেলে নিখোঁজ, থানায় জিডি

জীবননগর অফিস
জীবননগরে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে রহস্যজনকভাবে মা-ছেলে নিখোঁজ হয়েছেন। তারা হলেন, ঝিনাইদহ জেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামের তারিক হোসেনের স্ত্রী সাথি খাতুন (২৩) ও পুত্র সোইয়াফ (৪)। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।
তিনি বলেন, নিখোঁজ সাথী খাতুনের স্বামী তারিক হোসেন নিজে বাদী হয়ে জীবননগর থানায় উপস্থিত হয়ে একটি জিডি করে। তারই প্রেক্ষিতে আমরা তাদের অনুসন্ধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের উদ্ধার করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্বামী তারিক হোসেন তার স্ত্রী ও পুত্র নিয়ে দর্শনায় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যান। এরপর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে জীবননগর বাস স্ট্যান্ডে তারা অবস্থান করেন। স্ত্রী ও পুত্রকে বাসস্ট্যান্ডে রেখে সে ফার্মেসিতে ঔষধ কিনতে যায়। ঔষধ কিনে নিয়ে এসে সে দেখতে পান তার স্ত্রী ও পুত্র সেখানে নেই।আশেপাশে অনেক খোঁজা খুঁজির পরেও সে তাদের কোনো সন্ধান পায় না।
সাথী খাতুন এর স্বামী তারেক হোসেন জানান, গত মঙ্গলবার আমার স্ত্রীর অসুস্থতা জনিত কারণে চিকিৎসা নিতে দর্শনায় একটি ক্লিনিকে যায়। তারপর চিকিৎসা শেষে আমরা দুপুর ১ টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে পৌঁছায়। এরপর আমি আমার স্ত্রী ও পুত্রকে বাসস্ট্যান্ডে রেখে ফার্মেসিতে ওষুধ কিনতে যাই। কিন্তু ওষুধ কিনে নিয়ে এসে দেখতে পায় আমার স্ত্রীও পুত্র সেখানে নেই। আমি অনেক খোঁজাখুঁজির পর তাদের কোন হদিস মেলেনি। এরপর আমি জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করি। এদিকে নিখোঁজের সংবাদে দিশেহারা হয়ে পড়েছে তাদের  নিকট আত্মীয়-স্বজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *