নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা নিয়ে উথলীতে সেমিনার

জীবননগর অফিস
“৩৬ জুলাইয়ের স্বপ্ন: নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলায় বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় উথলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোশ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে তামাক বিরোধী অভিযানসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা সমবায় অফিসার নূর-আলম রিন্টু। সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম ঝন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উথলী গ্রামের সমাজসেবক আব্দুর রাজ্জাক খোকন, ইউনিয়ন প্রবীণ কমিটির সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, উপজেলা কৈশোর কর্মসূচির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং উথলী ইউনিয়ন যুব কমিটির সভাপতি অমিত খান।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আক্তারুজ্জামান স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তামাকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ চর্চায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী কর্মসূচি সমন্বয়কারী হুমায়ন রশিদ পলাশ ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা। সেমিনারে উথলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব নারী-পুরুষ, কিশোর-কিশোরী, প্রবীণ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *