চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদের সহায়তার আহবান জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ কমাতে পুলিশকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান সাংবাদিক সমাজ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে সমাজকে ভালো রাখার জন্য আমরা সার্বিক প্রচেষ্টা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি সাংবাদিকরা সব সময় আমাদের বন্ধুর ভূমিকা পালন করেছে। রাষ্ট্রের যে ভালো কাজগুলো এগুলো আপনারা তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণে আমরা নিরলসভাবে সাংবাদিক, পুলিশ ও অন্যান্য স্টেকহোল্ডারস তাদেরকে নিয়ে আমরা ভালো কাজ করে যাব। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে একটা সুন্দর নির্বাচনী পরিবেশ, আইন-শৃঙ্খলা যেন সুন্দর থাকে, সেই লক্ষ্যে আমরা একজোট হয়ে কাজ করে যাব। সীমান্তকেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, সীমান্তে মাদক বা স্বর্ণ চোরাচালান এই সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা নজরে নিয়ে এসেছি। তাছাড়া আমরা ডাকাতদের একটা তালিকা তৈরি করেছি। আমরা সেই ডাকাতদের গ্রেপ্তার করব। তারা নৈর্ব্যক্তিক এ ঘটনা যেন না ঘটাতে পারে, এজন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। জেলায় কোনো ধরনের মব সৃষ্টি আমরা বরদাস্ত করব না। যেই মব সৃষ্টি করবে আমরা তাকে গ্রেপ্তার করে ফেলব। ডাকাতি, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজ সে যেই হোক, আমরা জিরো টলারেন্স। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই চুয়াডাঙ্গা জেলাকে শান্তিপূর্ণ করার জন্য সাংবাদিকরা, আপনারা বলবেন আমাদেরকে, আমরা যেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি। আগামী নির্বাচনে আমরা কোন পক্ষপাতিত্ব করব না । সবার জন্য আইন সমভাবে প্রয়োগ করব।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফাইজার চৌধুরী, আমার দেশ প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দার, স্টার নিউজ প্রতিনিধি জহির রায়হান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জামান আকতার, সংগ্রাম প্রতিনিধি এফ এ আলমগীর, আজকের পত্রিকার মেহেরাব্বিন সানভী, এশিয়ান টিভির আজাদ হোসেন, এখন টিভির অনিক চক্রবর্তি প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, পুলিশ পরিদর্শক আতিকুজ্জামান, সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *