চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৫ মোটরসাইকেল চালককে জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সরকারি জায়গা দখলের দৌরাত্ম কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজের মুক্ত মঞ্চের সামনে সরকারি জায়গা থেকে দুটি চায়ের দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ জনকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।
চুয়াডাঙ্গা সরকারী কলেজ রোডে রাস্তার দুধার দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে অনেকেই। অবৈধ এ সব দোকান রাস্তা থেকে উচ্ছেদ করতে উন্নয়ন সম্বন্বয় কমিটির বৈঠকে একাধিকবার আলোচনা হয়েছে। তবে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। গত সপ্তাহে হাসান চত্বরে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে। এতে মানুষের ব্যাপক ছাড়া পায়।
এদিকে এরই ধারাবাহাকিতায় গতকাল শিল্পকলার মুক্তমঞ্চের সামনে গড়ে ওঠা ২টি দোকান উচ্ছেদ করা হয়। একই সাথে এ সড়কে মোটর সাইকেল চালকের হেলমেট ও গাড়ির লাইসেন্স না থাকায় ৫ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম বলেন, চুয়াডাঙ্গা মুক্ত মঞ্চের সামনে সরকারি জায়গা দখল করায় ইতোপূর্বে দুটি চায়ের দোকানিকে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা নিজ দায়িত্বে দোকানগুলো না সরানোয় আজকে পৌরসভার সহায়তায় এক উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে আমরা চেষ্টা করছি দোকানটি না ভেঙে পুরো দোকানটি তুলে এখান থেকে সরিয়ে ফেলার। তাছাড়া এই অভিযান চলাকালে আমরা ৫ জন মোটরসাইকেল চালককে হেলমেট ও লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা পুলিশের একটি টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *