স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার সময় ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
৫৮-বিজিবি জানায়, গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলর কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে হাবিলদার মোঃ ওয়াহেদুর রহমান এর নেতৃত্বেটহল পরিচালনা করা হয়। এ সময় ভারতে স্থায়ীভাবে বসবাসরত ১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটক নিশিকান্ত বিশ্বাস (৩৮), ভারতের নদীয়া জেলার, দেওগাছী মঠপাড়ার নিরাঞ্জন বিশ্বাসের ছেলে। একই দিন রাত সাড়ে ৭টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে হাবিলদার মোঃ ওয়াহেদুর রহমান এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে গৌরাঙ্গ দাস (৫৩), গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর থানার মহাটালী গ্রামের, মৃত নিরেন দাসের ছেলে।
এদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৫২-আর এর নিকট কুমিল্লাপাড়া গ্রামে হাবিলদার মোঃ আব্বাস আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী ও ১ জন শিশু। আটক ৩ পুরুষ সদস্য হলো রাজবাড়ী জেলার, গাবলা গ্রামে অচিন্ত কুমার সেন (২৬), মাদারীপুর জেলার কমলাপুর গ্রামের , জতিন সেন (৬৩) ও মুন্সীগঞ্জ জেলার দয়াময় মন্ডল (৪৮)। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার সময় ৮ বাংলাদেশী নাগরিক আটক



