চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বচনের তফশিল ২৭ ডিসেম্বর দুটি প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ঘোষণা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ নির্বচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাতটায় প্রেসক্লাব মিলনায়তনে তফশিল ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু ক্লাব সদস্যদের উপস্থিতিতে তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর শনিবার দুটি প্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ। ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। ২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার। ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। শেষে ২৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০০ টাকা এবং অন্যান্য প্রতিটি পদের জন্য ২০০ টাকা মূল্যে (অফেরতযোগ্য) মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তিনি মনোনয়ন বাছাইয়ের সময় সংশ্লিষ্ঠ প্রার্থী বা তাঁর প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
এদিকে ঘোষিত খসড়া ভোটার তালিকায় প্রেসক্লাবের ভোটার ৫৫ জন। এই ৫৫ জন ভোটার ১৩ সদস্যসের প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করবে। কমিটির সদস্য সভাপতি-১ জন, সহ-সভাপতি-১ জন, সাধারন সম্পাদক-১ জন, সহ-সাধারন সম্পাদক-১ জন, অর্থ সম্পাদক-১ জন, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক -১ জন, ক্রীড়া সম্পাদক-১জন, দপ্তর সম্পাদক-১ জন ও কার্যকরী সদস্য ৫ জন।
নির্বাচনী তফশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পদক বিপুল আশরাফ এবং সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *