স্টাফ রিপোর্টার
বাংলাদেশ এডুকেশন সোসাইটি চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের আল-হেলাল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি প্রভাষক শফিউল ইসলাম।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক পরিষদের সদর উপজেলা সভাপতি আব্দুল কাদের মল্লিক, আদর্শ শিক্ষক পরিষদের পৌর সভাপতি মতিউর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি মাসুদ রানা এবং আদর্শ শিক্ষক পরিষদের গাংনীু আসমানখালী সাংগঠনিক থানার সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বৃত্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, সুষ্ঠু আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট ৮৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র ৪র্থ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
চুয়াডাঙ্গায় বাংলাদেশ এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা



