কাশিপুর ৩নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ

কেডিকে প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জীবননগর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। এসময় কাশিপুর স্কুলপাড়া, বাজারপাড়া, কেন্দ্রীয় মসজিদপাড়া, মাদ্রাসাপাড়া, বাবুপাড়া, বারি বটতলা এলাকা ও কাশিপুর জমিদার বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
বিভিন্ন বাড়ি, চায়ের দোকান ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টিপু সুলতান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, সহ-সভাপতি আনেছুর রহমান হাবলু, হাসেম আলী, মাহবুল, আবুল কাশেম, নান্টু বিশ্বাস, রাবিব সুলতানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *