হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির মিছিল

স্টাফ রিপোর্টার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নিতে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নানা প্রতিবাদী স্লোগান দিতে দিতে মিছিলটি বের হয়। মিছিলটি সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে বড় বাজার পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একটি উগ্রবাদী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে। তাদের মতে, শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তাই অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, আব্দুল হাদিদ জিতু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব আজিজুর হক আজিজুল, পৌর স্বেচ্ছাসেবক দলের রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহবায়ক কৌশিক আহমেদ রানা প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *