সীমান্ত ইউনিয়ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জীবননগরে তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর মুক্ত মঞ্চে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রজনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, এ ধরনের হামলা স্বাধীন মতপ্রকাশ ও সামাজিক শান্তি-শৃঙ্খলার পরিপন্থী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জীবননগর উপজেলা আহ্বায়ক সোহেল পারভেজ ও সদস্য মুস্তাফিজুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন এনসিপি জেলা কমিটির সদস্য, এনসিপি জীবননগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইমরান হোসেন, যুগ্ম সমন্বয়কারী হৃদয় সরকার, শামিম দেওয়ান ও এহসানুল ফাত্তাহ এসান। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য মোসাব্বিরুল ইসলাম, সুমাইয়া আক্তার, আসমাউল হুসনাসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
হাদির ওপর হামলার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ সমাবেশ



