আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর মহিলা হাফেজিয়া মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী সফলভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নারী শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ বিস্তারে মহিলা হাফেজিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়। বক্তারা সদ্য হাফেজা হওয়া শিক্ষার্থীদের এই সাফল্যকে সমাজ ও জাতির জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলিমদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আখতার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম।
বক্তারা বলেন, পবিত্র কোরআনের হাফেজা হওয়া অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অর্জন। নারীদের কোরআনিক শিক্ষায় অগ্রগতি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একজন হাফেজা নিজের পরিবার ছাড়াও সমাজকে আলোকিত করতে সক্ষম। এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তাঁরা। আলোচনা সভা শেষে হিফজ সম্পন্নকারী ১০ জন হাফেজার মাঝে ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের মেধা, অধ্যবসায় এবং ভবিষ্যতে দ্বীনি খেদমতে আত্মনিয়োগের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং হাফেজা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলমডাঙ্গায় মহিলা হাফেজিয়া মাদ্রাসার ১০ হাফেজাকে সংবর্ধনা



