দর্শনা অফিস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী’রওপর নৃশংস হত্যাচেষ্টা ও হামলার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার নেতাকর্মীরা। শনিবার দুপুর ২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের বক চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দর্শনা, চুয়াডাঙ্গা।
বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ কর্মসূচিতে শরীফ ওসমান হাদী’র ওপর বর্বরোচিত হামলা ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা ও এর পার্শ্ববর্তী এলাকার প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আবিদ হাসান রিফাত, সাবেক যুগ্ম সদস্য সচিব, চুয়াডাঙ্গা, তন্ময় হাসান তৌহিদ,সাবেক আহ্বায়ক, দামুড়হুদা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আজহারুল ইসলাম সোহান, জীবননগর উপজেলা সাবেক আহ্বায়ক ও জেলা এসসিপি সদস্য, সোহেল পারভেজ, জুবায়ের হোসেন, শান্ত, অনিক, রাতুল, রাকিব, চিকু, তুহিন, রাজু সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন যে, হামলাকারীদের গ্রেফতার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ



