জীবননগর ও মহেশপুরে সীমান্তে যৌন উত্তেজক ট্যাবলেট-ইয়াবাসহ এক মাদকপাচারকারী আটক

স্টাফ রিপোর্টার 

জীবননগর ও মহেশপুরে সীমান্তে অভিযান চালিয়ে  যৌন উত্তেজক ট্যাবলেট-ইয়াবাসহ এক মাদকপাচারকারীকে আটক করেছে। শুক্রবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে পাচারকারীসহ মাদক উদ্ধার করা হয়। আটক মাদক পাচারকারী ইন্তাজুল জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের আব্দুল মালেক মানিকের ছেলে।

৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল শুক্রবার রাত পৌনে একটার দিকে  জীবননগর বিওপি’র  সীমান্ত পিলার-৬৯/১-এস এর নিকট  কালা গ্রামে  সুবেদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়  মোঃ ইন্তাজুল হককে ৯ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃতকে ইয়াবা ও মোবাইলসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে 

মহেশপুর উপজেলার  শ্রীনাথপুর বিওপি’র  সীমান্ত পিলার-৬০/১৫৩-আর এর নিকট  লড়াইঘাট মাঠপাড়া গ্রামে  অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা  উদ্ধার করা হয়। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *