স্টাফ রিপোর্টার
বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক বহুত্ববাদ ও মননশীলতার চর্চায় বর্তমানে সৃষ্ট চ্যালেঞ্জসমূহ নিয়ে চুয়াডাঙ্গায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আয়োজনে ‘সংকটের আবর্তে সাংস্কৃতিক ভূমি’ শীর্ষক এই মতবিনিময় গতকাল শুক্রবার বিকেলে শহরের পুলিশ পার্ক লেনে পত্রিকাটির প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত হয়।
দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল মোহিত। তাঁদের মূল্যবান বক্তব্য ও বিশ্লেষণ সেমিনারের আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে।
সেমিনারের শুরুতেই মেহেরাব্বিন সানভী স্বরচিত মূল প্রবন্ধ ‘সংকটের আবর্তে সাংস্কৃতিক ভূমি’ পাঠ করেন।
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন তাঁর সভাপতির বক্তব্যে সংস্কৃতির ভিত্তি জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংস্কৃতি আমাদের জীবনের অংশ এবং জাতি হিসেবে আমাদের পরিচয়ের মূল ভিত্তি। আমাদের সাংস্কৃতিক চর্চার উপর আরও বেশি জোর দিতে হবে। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি তরুণদেরও সংস্কৃতিতে সম্পৃক্ত করতে হবে। সংস্কৃতির মজবুত ভিত্তি গড়তে হলে জেলার সকল সংস্কৃতিমনা কর্মী, লেখক, কবিসহ স্থানীয় প্রবীণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন, খোদাবকস শাহ স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল লতিফ শাহ, অনির্বান থিয়েটারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, দৈনিক সময়ের সমীকরণের সাহিত্য সম্পাদক কাজল মাহমুদ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য এ্যাড. বজলুর রহমান, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের পরিচালক লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিম, চুয়াডাঙ্গা লেখক সংঘের আবুল কালাম আজাদ, কামরুজ্জামান সেলিম, শহর বাউল একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি নবাব আলী শাহ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক আদিল হোসেন, অনির্বান থিয়েটারের কবিরুল হক লিপু, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গার সভাপতি মো. আলা উদ্দিন, কথা সাহিত্যিক পিন্টু রহমান, অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হিরন উর রশিদ শান্ত, চর্চায়ন কর্মী রিগ্যান এসকান্দার, অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য মো. আওয়াল হোসেন, দর্শনার অনির্বাণ কর্মী আজাদুল ইসলাম, দর্শনার অনির্বাণ কমী ইফতেখার আলম, দর্শনা আনন্দধামের মোস্তাক আহমেদ, অনির্বাণ থিয়েটার কর্মী সাজ্জাত হোসেন, দর্শনা উদীচীর আহ্বাবয়ক আনোয়ার হোসেন, জেলা শিল্পী কল্যাণ পরিষদের মতিউর রহামান, শরীরচর্চা শিক্ষক মো:সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সংলাপ ও সাংস্কৃতিক জোটের সভাপতি নজির আহমেদ, অরিন্দম চুয়াডাঙ্গার সহ-সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মানিক, অরিন্দম চুয়াডাঙ্গার সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমিতা দে, অরিন্দম কর্মী ভারতী হালদার প্রমুখ।



