ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল  ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা বড়বাজারের জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে চুয়াডাঙ্গার ছাত্র-জনতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদ সভার শেষে ওসমান হাদীর আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, আপনারা জানেন যে, জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলিবৃদ্ধ করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, এই প্রজন্মকে গুলি করে থামিয়ে দেওয়া যাবে না। আমরা জুলাই বিপ্লবে দেখেছি এবং এই বিপ্লবকে যারা ব্যর্থ করতে চায় তাদের আমরা বিচার চাই। একের পর এক ভুলাই যোদ্ধাদের আক্রমণ করা হচ্ছে কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা দ্রুত এ হামলার বিচার চাই। 

সিয়াম হোসেন মুগ্ধর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে  আরোও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা সাধারণ সম্পাদক তুষার ইমরান, এনসিপি নেতা সোহেল পারভেজ, জুবায়ের হোসেন, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সদস্য সচিব ফাহিম উদ্দিন ।

এসময় আরো উপস্থিত ছিলেন সলিমিন হোসাইন সোহাগ, আশিক ইকবাল, আবু তালহা, নাসিম বিশ্বাস, রিফাত, মাফুজ, শাওন, ফাহাদ, বিপ্লব, নাজমুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *