স্টাফ রিপোর্টার
আগমী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর খয়েরহুদা গ্রামের পূর্ব পাড়ায় মাহমুদ হাসান খান বাবুর সমর্থনে ধানের শীষ প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে কেডিকে ইউনিয়নের খয়েরহুদা পূর্ব পাড়া ৭ নং ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ভোটারদের বাড়িতে গিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করে মাহমুদ হাসান খান বাবুর জন্য ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া চাওয়া হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান টুটু, সাধারণ সম্পাদক রফিউল আলীম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাবিল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদল নেতা রাজন হোসেন, নাজমুল, মালেক প্রমুখ।



