স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী রাফেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ভি জে স্কুলের ক্যাম্পাসে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, আমাদের বিগত দিনগুলোতে চুয়াডাঙ্গায় অনেক ভালো ভালো ক্লাব গড়ে উঠেছিলো, কিন্তু পরিচর্যার অভাবে তা ধরে রাখতে পারিনি। এখন যারা নতুনভাবে শুরু করছেন, তারা এই ধারাবাহিকতা ধরে রাখবেন। যাতে আমরা এখন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিয়ে শুরু করেছি, আগামীতে ক্রিকেট ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করতে পারি। আমাদের এলাকা বা আশেপাশে যে সন্তানরা আছে, তাদের খেলার প্রতি আগ্রহ তৈরি করাতে হবে, তারা যে যেই খেলা পছন্দ করে, তাদের সেই খেলা খেলতে দিতে হবে। এবং আগামীতে এই খেলার ভেতর দিয়েই আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আগামীতে নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের দুটি জিনিস করতে হবে। তা হলো আমাদের সন্তানদের মোবাইল এবং মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক ও মোবাইল থেকে দূরে রাখার বিকল্প পথ হলো এই খেলাধুলা। আপনার সন্তানকে বিকেল হলে আপনারা খেলার মাঠে নিয়ে যাবেন এবং খেলাধুলা চর্চার মধ্যদিয়ে আপনার সন্তান বিকশিত হবে। এই দায়িত্ব যদি কোনো অভিভাবক গ্রহণ করেন, তবে তার সন্তান যেমন প্রতিষ্ঠিত হবে, ঠিক তেমনই রাষ্ট্র, সমাজও প্রতিষ্ঠিত হবে।
জেলা বিএনপির এই নেতা বলেন, আমি সকলকে আহ্বান জানাবো এই খেলার প্রতি সকলকে অনুপ্রেরণা জোগানোর জন্য। যারা খেলতে চায়, তাদের খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে। তবেই একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা জজকোটের্র পিপি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ ও ভি জে স্কুলের শিক্ষক লিটন মিয়া। জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, রাফেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মুক্ত, রোকোনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, মক্কী, সিরাজ, কোরবান। খেলা পরিচালনা এবং রেফারি ছিলেন রাসেল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমীন ও মাহেদুল আলম মেহেদী। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা, ২য় পুরস্কার ২০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।



