আজ শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকোলিঃ, চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি ক্যাম্পাস উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ওজোপাডিকো, চুয়াডাঙ্গায় আওতাধীন পৌরসভাভূক্ত সমস্ত এলাকা (সাতগাড়ি, কুলচারা, দিগড়ি, এতিমখানা পাড়া, ঝিনাইদহ বাসস্টান্ড পাড়া ব্যতীত) এবং সেই সঙ্গে দামুড়হুদা থানাভুক্ত ফকির পাড়া, উজিরপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ বন্ধের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য যে, কাজ সমাপ্ত হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
“বিদ্যুৎ বন্ধের ঘোষনা”
Leave a Comment
/ December 12, 2025


