আলমডাঙ্গা অফিস
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় গণতান্ত্রিক সংস্কার জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। এসময় তারা আলিফ উদ্দিন মোড় থেকে বিক্ষোভ শুরু করে ৭১ স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন মোড়ে এসে সমবেত হয়। এসময় বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ সম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত ও এনসিপির পক্ষে বক্তব্য রাখেন সালেহিন কাউনাইন (সামাউন)।
এসময় মুসাব ইবনে শাফায়েত বলেন, ওসমান হাদীর উপর হামলা শুধু হাদীর উপর হামলা নয়। এটি গণ অভ্যুত্থানের উপর হামলা ও বাংলাদেশের উপর হামলা। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বেচে থাকতে কোনো ষড়যন্ত্র করে কেউ আমাদের ঐক্য বিনষ্ট করতে পারবেনা।
সালেহিন কাউনাইন বলেন, এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন যে জোটবদ্ধ হয়েছে এই জোট গণ অভ্যুত্থানের প্রশ্নে সবসময় একতাবদ্ধ ভাবে কাজ করে যাবে। ওসমান হাদী জুলাই অভ্যুত্থানের নেতা। তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা। বক্তব্য শেষে ওসমান হাদীর জন্য দোয়া করার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘটে।
এসময় আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান কাজল, আরিফুল ইসলাম তুহিন, পার্থিব হাসান, রেজওয়ান ফাহিম, হাসান, শাকিব প্রমুখ। এছাড়াও স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় গণতান্ত্রিক সংস্কার জোটের বিক্ষোভ মিছিল



