আন্দুলবাড়িয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী গণসংযোগ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন নির্বাচনী গনসংযোগ করেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর, কুলতলা, মীরপাড়া ও মিস্ত্রিপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়েছেন।
এসময় রুহুল আমিন বলেন, আমরা বাংলাদেশের মানুষের জন্য ইনসাফ প্রতিষ্টা করতে চাই। এ জন্য আমরা একটি হিন্দু সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে। যিনি দলের পক্ষ থেকে সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন। হিন্দু সম্প্রদায় দেশ ও জাতির কাছে কি চাই। তারা সমস্যা গুলো নিয়ে জাতীয় সংসদে তুলে ধরবেন। এই কাজের জন্য আমার দল তাদের প্রার্থী দিয়েছে।
তিনি আরও বলেন, ৫ তারিখের পরে আমাদের কোন লোকের চেহারা পাল্টাই নি। আমাদের কোন লোক দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী ও থানায় দালালী করতে যায় নি। আপনারা যদি সুন্দরভাবে জীবন যাপন করতে চান, তাহলে আমাদের বিকল্প একটা জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এ জন্য শ্লোগান উঠেছে, সব দল দেখা শেষ জামায়াতে ইসলামী বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যান সমিতির সভাপতি মাও: ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আইটি ও প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন আমীর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সেক্রেটারী মাও: শরিফুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *