আলমডাঙ্গা অফিস
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ আসে। সেই নির্দেশনার অংশ হিসেবে শুক্রবার সকাল থেকেই আলমডাঙ্গা উপজেলাতে শুরু হয় পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ অভিযান। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার এর নির্দেশক্রমে এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। সকাল থেকে উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড, থানা মোড়, কলেজপাড়া, বাজার এলাকা, স্টেশন রোড, সরকারি-বেসরকারি স্থাপনা ও প্রধান সড়কগুলোতে একযোগে অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা, প্রশাসনের মাঠকর্মী এবং পুলিশের একটি বিশেষ টিম এই অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণবিধি অনুযায়ী কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন ঝুলিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। নিয়মিতভাবে এই তদারকি চলবে। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। প্রচারসামগ্রী অপসারণের মাধ্যমে যেমন আইন প্রতিপালন নিশ্চিত হয়, তেমনি পৌর এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলাও বজায় থাকে। অভিযানে সহযোগিতা করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম, পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মাহফুজুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে প্রচারসামগ্রী অপসারণে অংশ নেন, ফলে দ্রুততার সঙ্গে পুরো পৌর এলাকা থেকে হাজারো পোস্টার-ব্যানার অপসারণ করা সম্ভব হয়েছে। অপসারিত সামগ্রী যথাযথভাবে ধ্বংস ও ডিসপোজালের ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধির গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো: তফসিল ঘোষণার পর কোনো দল বা ব্যক্তি প্রকাশ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। সড়ক, ফুটপাত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট ও আবাসিক ভবনের দেয়ালে প্রচারসামগ্রী ঝোলানো আইনত দণ্ডনীয়। প্রচারণা শুরুর পূর্বে নির্বাচনী প্রতীক বরাদ্দের অপেক্ষা করতে হবে। প্রচারণায় ধ্বনি, মাইক বা উচ্চ শব্দ ব্যবহারেও নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে আগামী দিনগুলোতেও এই অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
নির্বাচনী বিধি অনুসারে আলমডাঙ্গায় পোস্টার ব্যানার অপসারণ



