আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার আইলহাঁস ইউনিয়নের বড় পাইকপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার  আইলহাস ইউনিয়নের বড় পাইকপাড়া গ্রামের মাহাবুলের ছেলে ফিরোজ (৩০) কে আটক করে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্প।
পুলিশ জানায়, ফিরোজের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা  উদ্ধার করা হয়। পরে আইনের বিধান অনুযায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন – মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রম। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *