আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়া অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পৌর এলাকার বাবুপাড়ার বাসিন্দা মৃত তাঁরাচাদ শেখের ছেলে লিকন হাসান হিরক(২৬) কে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। অভিযান লিখন হাসান হিরকের মাছ পাহারার টংঘর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল, একটি স্মাটফোন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, যৌথ অভিযানে আটকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
আলমডাঙ্গায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১



