টিপু সুলতান-রকিবুজ্জামান, জীবননগর
জীবননগরে হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে আন্দুলবাড়িয়া বাজার ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় দুটিদল মুখোমুখি হয়, এসবি আলী ফুটবল একাদশ খুলনা ও কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ।
এই ফাইলাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিজিএমইএ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, হ্যালো আন্দুলবাড়িয়া ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত উভয় দুইদলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভবিষ্যতে খেলাধুলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে এর ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিপূর্বে ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল এর সাথে মিটিংয়ে আমি বলেছি আগামী জাতীয় নির্বাচনের পরে ফুটবল ফেডারেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলায় আন্তর্জাতিক মানের দুটি খেলার মাঠ তৈরি করা হবে। আমি বিভিন্ন জায়গায় খেলা দেখেছি আন্তর্জাতিক মাঠ না থাকায় খেলোয়াররা অচিরে ঝরে পরে। যাতে খেলোয়াররা অচিরে ঝরে না পড়ে তার জন্য আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করা হবে। খেলাধুলার উন্নয়নে বিএনপি সবসময় পৃষ্ঠপোষকতা চালিয়ে যাবে।
ফাইনাল খেলায় খুলনা এসবি আলী ফুটবল একাদশ বনাম কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় মাঠের কানায় কানায় পরিপুর্ণ দর্শকদের উপচে পড়া ভীড়ে বিনেদন প্রিয় দর্শকগনের উল্লাসে দু’পক্ষের মধ্যে তীব্র প্রতিযোগিতায় এসবি আলী ফুটবল একাদশ ৪-১ গোলে কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ধরাশায়ী করে চাম্পিয়ান হয়। খেলায় রানার্স আপ চাম্পিয়ান হন কোটচাঁদপুর খেলোয়ার কল্যাণ সমিতি। জীবননগরের জনপ্রিয় ফুটবল খেলা প্রেমী সুমিষ্ট ভাষী মামুন হোসেন ও শেখ রাশেদুজ্জামান রাশেদের স্মৃতি মধুর ধারা ভাষ্য উপস্থাপনায় খেলাটি দর্শক নন্দিত ও দর্শক প্রিয় হয়ে উঠে। বাফু স্বীকৃতিপ্রাপ্ত রেফারীর দায়িত্ব পালন করেন সাইফুুর রহমান সেন্টু, সহকারী ছিলেন রবিউল ইসলাম রবি ও আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারন সম্পাদক শাহাজান আলী, জীবননগর পৌরসভার সাবেক কমিশনার বিএনপির নেতা আব্দুর রশিদ, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক আজিম খান, আন্দুলবাড়িয়া কলেজ গভনিং কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু জাফর, আন্দুলবাড়িয়া প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন, যুবদল নেতা মোল্লা ফয়েজ আহম্মেদ প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ান, রানার্স আপ, সেরা দর্শক, সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও খেলার উপহার সামগ্রী তুলে দেন।
হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত



