গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে স্বেচ্ছাসেবী সংগঠন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কসবা বাজারে বিভিন্ন এলাকার শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা.শহীদুল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষক কামাল হোসেন লাল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বকুল, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক সাগর ইসলাম, আমারত ইসলাম, আব্দুল মজিদ। এই প্রচন্ড শীতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করায় কসবা ব্লাড ব্যাংক সোসাইটির এমন কাজে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তারা বলেন, সমাজের কম সুবিধাভোগী ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। নিজের পরিবারের জন্য যেমন সহযোগিতা ও তাদের জন্য কাজ করতে হয় তেমনিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীও সমাজেরই অংশ। তাই তাদের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের কে সমাজের পিছিয়ে পড়া ও কম সুবিধাভোগী মানুষের সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন সংগঠনের মারুফ মীর, সিয়াম, মামুন, সজলসহ অন্য সদস্যগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *