দামুড়হুদায় গণসংযোগে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কুশলবিনিময়কালে জামায়াতের জেলা আমীর চুয়াডাঙ্গা জামায়াত মনোনীত-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমীন বলেছেন-দরিদ্র মানুষের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দামুড়হুদা সদর ইউনিয়নের  বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কুশলবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, দরিদ্র মানুষের অধিকার, সৎ মানুষের শাসন, ক্ষুদার্থ মানুষের খাদ্যের ব্যবস্থা করা এই দৃশ্য আমরা দেখতে চাই। এজন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এগুলো বাস্তবায়ন করতে অনেককে দায়িত্ব পালন করতে হবে। ৫৪ বছর ক্ষমতার পলা বদল হয়েছে  জনগণের কোন কাজে আসে নি। সরকার উন্নয়নের জন্য অনেক অর্থ  বরাদ্দ করেছে সেটা নেতাদের পকেট ভর্তি  হয়েছে। আল্লাহর কসম আমরা যদি ক্ষমতায় যাই আমার কোন নেতা  বা কর্মীর পকেট ভর্তি হবে না আমি এই ওয়াদা  করছি।
তিনি বলেন, যে দল জনগনকে ভালোবাসবে, টেন্ডার বাজি করবে না, স্বজনপ্রীতি  করবে না, জনগণও তাদের ভালোবাসবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামায়াতের কারও পেশার পরিবর্তন  করেনি।
রুহুল আমিন বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। ভোট চুরির সংস্কৃতি বন্ধ করতে চাই। আর চাঁদাবাজি করতে দেব না। ৫ তারিখের পর আমরা কাউকে জেলে পাঠায়নি। রাজনীতির করার অপরাধ আমরা কাউকে জেলে পাঠাতে চায় না। কিন্তু কেউ যদি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে তাহলে তার বিচার হবে। আমরা কাউকে বিনা কারণে জেলখানায় পাঠাতে চাই না। যারা  ফৌজদারি  অপরাধ করবেশুধু মাত্র তাদের  বিচার হবে। তিনি  আরো  বলেন, সরকারের কাছে অফিস আদালতে গেলে বিনা ঘুষে আমরা আমাদের কাজ চাই, বিনা ঘুষে ছেলে মেয়েদের  চাকরি চাই। তিনি আরো বলেন, সরকারের কাছে আসলে কি চায়? জনগণ মূলত চাই, বাড়ি থেকে বের হয়ে শহরে যাবে রাস্তাটা একটু  ভাল চাই। রাতের বেলা একটু নিরাপদে ঘুমাতে চাই, একজন ছেলে কষ্ট করে লেখা পড়া করে বিনা ঘুষে চাকরি চাই, আগামী নির্বাচনের মধ্য দিয়ে সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই জন্যই আপনাদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। তিনি আরো বলেন তারা আমাদের ৫৫০ নেতা কর্মীকে হত্যা করেছে অসংখ্য ভাইদেরকে গুম করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ও মোকাদ্দেস আজও  ফিরে আসেনি। তারা আমাদের শীর্ষ ৫ জন নেতাকে ফাঁসী দিয়েছে ও ৬ জন জেলে মৃত্যুবরণ করেছেন।
রাজনীতি হবে দেশের সেবা করার জন্য, রাজনীতি  হবে দেশের গণতন্ত্র  সুসংগঠিত রাখার জন্য, রাজনীতি হবে মানুষকে সেবা করার জন্য, আমাদের রাজনীতি হয়েছে নিজেদের পকেট ভারি করার জন্য।
জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি  আসাদুজ্জামান, উপজেলা আমীর নায়েব আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারী হাফেজ আমিরুল ইসলাম, সরকারী কলেজ সভাপতি  পারভেজ আলম, জামায়াতের দামুড়হুদা উপজেলা সেক্রেটারী  আবেদ উদ দৌলা টিটন, উপজেলা যুব সেক্রেটারী মো: আব্দুল খালেক, ইউনিয়ন আমীর মাও মো আবুল কাশেম, ইউনিয়ন অর্থ সম্পাদক মো মতিয়ার রহমান ও পাটাচোরা গ্রামের দায়িত্ব শীল মো কমোনী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *