চুয়াডাঙ্গায় সার -বীজ মনিটরিং কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সভায় জানানো হয়, ডিসেম্বর মাসে জেলায় ইউরিয়া ৪ হাজার ১৭ মেট্রিক টন, টিএসপি ৪৭৫ মেট্রিক টন, ডিএপি ৭৫৯ মেট্রিক টন ও এমওপি ১ হাজার ৪৮৬ মেট্রিকটন সার মজুদ রয়েছে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, কৃষকরা না বুঝে জমিতে বেশি পরিমাণ সার প্রয়োগ করে এটি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। অতিরিক্ত লাভের জন্য অধিক পরিমাণে সার কৃষকের নিকট বিক্রয় করা যাবে না। কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে হবে। প্রত্যেক কেজি সারে সরকার ভর্তুকি দেয়। ১ কেজি ডিএপি সারে সরকার ৮৪ টাকা ভর্তুকি দেয়। ২০২৫ সালের নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ করতে হবে। একই পরিবারে একাধিক ব্যক্তি সার ডিলার নিয়োগ হতে পারবে না।
তিনি আরো বলেন, কেউ সার অবৈধভাবে বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোরাই ভাবে সার বিক্রয় করলে ওই ডিলার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে জেলে দেওয়া হবে।
এসময় সভায় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কুষ্টিয়া বিএডিসি অফিসের যুগ্ন পরিচালক(সার) উসমান গণি ও উপপরিচালক (বীজ) আশরাফুল আলম, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান, আলমডাঙ্গা কৃষি অফিসার মাসুদুর রহমান পলাশ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার নুরুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আকবার আলী ও সাধারণ সম্পাদক আব্দুল বারী, চুয়াডাঙ্গা বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *