স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দর্শনা থানা শাখার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির উপ কোষাধ্যক্ষ ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আগামী নির্বাচন দেশের অস্তিত্ব লড়াইয়ের নির্বাচন। ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের এই নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয়ী করার শপথ গ্রহণ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল সেক্টরকে জনমুখী করার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ক্রীড়াঙ্গন, নারীদের উন্নয়ন, শিক্ষা ক্ষেত্র নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বিএনপির। দেশের জন্য দলের এই সকল পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ছাত্রদলের নেতাকর্মীরা কখনই দায়িত্বে অবহেলা করেনি। আগামী নির্বাচনে ছাত্রদলের প্রিয় সহকর্মীরা সঠিক দায়িত্ব পালন করবে আমি বিশ্বাস রাখি।
গতকাল বেলা আড়াইটার দিকে দর্শনা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা,সহ সভাপতি মোরশেদুর রহমান লিঙ্কন, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান মিশা, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির সিজার, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল হুসাইন রিয়েল, হাসানুজ্জামান হাসান, শহীদ ইসলাম সুজন, সানাউল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, দর্শনা পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব আল মামুন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ, সদস্য সচিব এম জি কে সুলতান, দর্শনা কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মুফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, দর্শনা ডি এস মাদ্রাসার সভাপতি সাহাব উদ্দিন সহ দর্শনা থানার কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর মদনা, বেগমপুর, নেহালপুর, তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দর্শনা থানা ছাত্রদলের কর্মশালায় মাহমুদ হাসান খান বাবু



