মেছো বিড়াল সংরক্ষণে সড়াবাড়িয়া বাজারে পরিবেশবাদী সংগঠনের পথসভা অনুষ্ঠিত

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়ানের সড়াবাড়িয়া বাজারে মেছো বিড়াল সংরক্ষণে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর উদ্যোগে এক পথ সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে সড়াবাড়ীয়া বাজারে প্রচার করেন। মেছো বিড়াল সংরক্ষণে আমাদের করনীয় বিষয়ক পথ সভায় প্রধান অতিথি ছিলেন ফাতরুজ্জামান, প্রধান শিক্ষক, সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রভাষক, জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন- বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যার প্রভাষক ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি আহসান হাবীব শিপলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে বন্যপ্রাণী মেছো বিড়ালের গুরুত্ব অপরিসীম। মেছো বিড়াল খাদ্য শৃঙ্খলেও ব্যাপক ভূমিকা পালন করে। তাই আসুন মেছো বিড়াল  সংরক্ষণে এগিয়ে আসি।
বিশেষ অতিথি বলেন, আল্লাহতালা প্রত্যেকটি প্রাণী মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। তাই মেছো  বিড়ালও অনুরূপ একটি উপকারী প্রাণী। তাই আসুন অহেতুক মেছো বিড়ালকে হত্যা করবো না ও আইন মান্য করার চেষ্টা করব।
অনুষ্ঠানে সভাপতি বলেন, একটি মেছো বিড়াল তার ১০ বছর জীবন কালে একটি ফসলের মাঠে কৃষকের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতির হাত থেকে  ফসল রক্ষা করে। তাছাড়া বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মেছো বিড়াল  সংরক্ষিত প্রাণী। মেসো বিড়াল হত্যা আটক ক্রয় বিক্রয় একটি দণ্ডনীয় অপরাধ এই অপরাধে সাজা এক লক্ষ টাকা জরিমান ও দুই বছরের জেল। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকলে মিলে মেছো বিড়াল সংরক্ষণে কাজ করব। কৃষকের অকৃত্রিম বন্ধু মেছো বিড়াল। মেছো বিড়ালের সাথে মানুষের সহিংসতা বন্ধে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই সময় সংগঠনের বায়জিদ, রিয়াজুদ্দিন, নীরব, ইয়াছিন, মিশাল, ফারদিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে এই ব্যতিক্রমী পথ সভার ভূয়সী প্রশংসা করেন ও এরকম প্রচারণা মেছো বিড়াল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সুধীমহল মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *