স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের জাতীয় সমাজতান্ত্রিক (জেএসডি) দল মনোনীত গণতন্ত্র মঞ্চ সমর্থিত দু’প্রার্থীর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা পৌনে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অধ্যাপক শেখ সেলিম।
বক্তব্যে বক্তারা বলেন, আমরা একাত্তর এবং জুলাই অভ্যুত্থানের জন আকাংঙ্খা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো সংস্কার করে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ কাঠামো গড়তে চাই। ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে ভোটকেন্দ্র দখল মুক্ত দলীয় বলয় মুক্ত লেভেল প্লেয়িং ফিল্ড এবং ভয় ভীতিহীন একটি পরিবেশ তৈরির দাবী করছি। কারন দেশের মানুষ ভালো নেই। যে কারনে জাতির নিরাপত্তা স্বার্থে এই নির্বাচন জরুরি হয়ে পড়েছে। জেএসডি ও গণতন্ত্র মঞ্চ আগামী নির্বাচনে জোটভুক্ত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে। আশাকরি এগুলো নিশ্চিত হলেই আমরা চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের ভোটারদের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা ফাস্ট শিরোনামে জেলার আর্থ সামাজিক উন্নয়নে দলীয় কর্মসূচির আলোকে ভুমিকা রাখবো।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা আহবায়ক কমিটির সদস্য লাবলুর রহমান, সাফেতুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম, নাজিম উদ্দিন প্রমুখ।



