চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। সংবর্ধিত  অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সেক্রেটারী অ.স.ম. আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আবুল বাশার, তালিম হোসেন, ফজলে রাব্বী সাগর, সিনিয়র আইনজীবী আব্দুস সামাদ, নাজমুল হাসান লাভলু ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সিনিয়র আইনজীবী আবুল বাশার।
এসময় জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে অ্যাড. রুবিনা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনকে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে  আাইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *