আলমডাঙ্গায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

আলমডাঙ্গা অফিস
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা শাখার উদ্যোগে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে র‌্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ এর সভাপতিত্ব করেন এবং সেক্রটারী খাইরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক আফিল উদ্দিন স্যার, ডা. লিয়াকত আলী। দিবসটি উপলক্ষে মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি করা হয় এবং পরবর্তীতে উপজেলা হোলরুমে আলোচনা সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবসেবায় বিশেষ অবদান রাখায় ওয়াজেদ হোসেন কচি এবং হাফিজুর রহমান হাফিজ, শিক্ষায় অবদান রাখায় আফিল উদ্দিন স্যার, চিকিৎসায় অবদান রাখায় ডাঃ লিয়াকত আলী এবং মানবাধিকার রক্ষায় অবদান রাখায় আল আমিন হোসেন পরশকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী,মো সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, শরাফত হোসেন,খন্দকার রাকিব হাসান রনি, মোস্তাফিজুর রহমান কাউসার, আল-মামুন রেজা, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান,আহসান কবির বকুল, মাহফুজুর রহমান,হাফেজ গোলাম রাব্বি, হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন,জান্নাতুল ফেরদৌস উষা, নাহিদা খাতুন, সুরভী শরিফা এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সাধারণ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *