মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
“এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা। কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম।
র‌্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এমএ মুহিত। আলোচনায় তিনি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ইতিহাস, এর প্রয়োগ এবং সমাজে মানবাধিকার রক্ষায় সম্মিলিত সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় নাগরিকগণ অংশ নেন।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি সামাজিক দায়িত্বও বটে। শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পরিবার, বিদ্যালয় ও সমাজ সবখানেই মানবাধিকার চর্চা বাড়াতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *