ডিঙ্গেদহ অটো ইটভাটা শ্রমিকদের সাথে কুশল বিনিময়কালে এ্যাড. রাসেল

ডিঙ্গেদহ প্রতিনিধি

‎চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে অটো ইট ভাটা শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি ইটভাটা শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন।  তিনি নির্বাচিত হলে তাদের বিভিন্ন অসুবিধার সমাধান করবেন বলে আস্বস্ত করেন। এছাড়াও তিনি মালিক পক্ষের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপ¯ি’ত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, সংকরচন্দ্র ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ আশির উদ্দীন ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *