স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার লিখন স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করেছে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্রিকেট ক্লাব। সোমবার কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনীমিল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা সুপার স্টার ক্রিকেট ক্লাব ও রাজশাহী এপি গ্রুপ ক্রিকেটার্স ক্লাব । টস জিতে রাজশাহী এপি গ্রুপ ক্রিকেটার্স ক্লাব প্রথমে বোলিং করার সিদ্ধান্ত গ্রহন করে।
টসে হেরে রাসেলের ৭৬ রানে ভর করে ১৪৫ রানের লড়াকু স্কোর করে গড়ে তোলে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে এপি গ্রুপ রাজশাহী ক্রিকেটার্স ক্লাব। ১০৩ রানে অলআউট হয়। ফলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৪২ রানের জয় দিয়ে শুভ সূচনা করে চুয়াডাঙ্গা সুপার স্টার ক্রিকেট ক্লাব। ৫১ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুপারস্টার ক্লাবের উদ্বোধনী ব্যাটার রাসেল। সুপারস্টার ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন টুটুল মোল্লা(অধিনায়ক) সাজু, রনি, রাসেল, আপু, সাকিল, গুলজার, বাবু, মোস্তফা, খালিদ, রাতুল, শাহরিয়ার রাতুল, জিলহজ ও শান্তি। দলের কোচ ছিলেন শিমুল, টিম ম্যানেজার ছিলেন ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা পৌর বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন রায়হান ও সহকারি টিম ম্যানেজার ছিলেন ফাহিম উদ্দীন মভিন।
চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব শক্তিশালী রাজশাহী ক্রিকেটার্স ক্লাব কে পরাজিত করে জয় লাভ করায় সুপারস্টার ক্লাবের টিম ম্যানেজার রায়হানউদ্দিন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।



