আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও দুর্নীতিদমন কমিশন, সমন্বিত জেলা কার্যলায়, ঝিনাইদহ’র যৌথ উদ্যেগে দিবসটি যথাযথো গুরুত্বের সাথে উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আধুনিক বিশ্বে দুর্নীতি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বিশেষ করে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব খুব বেশী। সমাজ ও সভ্যতা বিকাশের ক্ষেত্রে দুর্নীতি মারাত্মক বাধাস্বরূপ। এটি জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মত ছড়িয়ে পড়া সর্বগ্রাসী দুর্নীতির ভয়াল কালো থাবায় বিপন্ন আজ মানব সভ্যতা। এ সর্বনাশা সামাজিক ব্যাধির মরণ ছোবলে বর্তমান সমাজ জর্জরিত। সমাজে সর্বো”চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতির কালো ছায়া বিস্তৃতি লাভ করেছে। রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্ক…তি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সর্বত্র দুর্নীতি। “ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল” নামক একটি আন্তর্জাতিক সং¯’ার বাংলাদেশে শাখার জরিপ মতে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে একাধিকবার চিহ্নিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক আছে। সরকার পক্ষ এটা স্বীকার করতে নারাজ। তবে আমরা যদি আমাদের চোখ-কান খোলা রাখি তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারব দুর্নীতির সর্বগ্রাসী কড়াল থাবা কিভাবে সর্বত্র প্রসারিত হয়েছে। প্রক…তপক্ষে দুর্নীতির কারণে দেশের ভাবমূর্তি ও উন্নয়ন উভয়ই দারুনভাবে ক্ষুণ্ন হয়েছে।
সাধারণ অর্থে, সমাজে প্রচলিত রীতি ও মূল্যবোধ পরিপš’ী কাজ করাকে দুর্নীতি বলা হয়। প্রখ্যাত সমাজবিজ্ঞানী জধসহধঃয বলেন, “ওহ পড়ৎৎঁঢ়ঃরড়হ ধ ঢ়বৎংড়হ রিষষভঁষষু হবমষবপঃবফ যরং ংঢ়বপরভরবফ ফঁঃু রহ ড়ৎফবৎ ঃড় যধাব ধ ঁহফঁব ধফাধহঃধমব.” অর্থাৎ দুর্নীতি হ”েছ ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ক্ষমতা ও প্রভাবের অবৈধ ব্যবহার।
বর্তমানে পুঁজিবাদি সমাজ ব্যব¯’ায় মানুষের মধ্যে ভোগবাদি প্রবণতা বেড়ে গেছে। ফলে তারা ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বৃহৎ স্বার্থ ভুলে যায়। তাছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ তাদের সীমিত আয় দ্বারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ফলে তারা দুর্নীতিগ্র¯’ হতে বাধ্য হয়। পুরো আর্থসামাজিক সমাজ ব্যব¯’াটাই দুর্নীতি দ্বারা আক্রান্ত। মানুষ যখন তার সীমিত আয় দ্বারা গুরুত্বপূর্ণ অভাবগুলো পূরণে ব্যর্থ হয় সে তখন দুর্নীতিগ্র¯’ হতে বাধ্য হয়।
দুর্নীতি করে কিছু সংখ্যক প্রভাবশালী লোক। আর এর প্রভাব পড়ে অসহায়-দরিদ্র মানুষের উপর। যেমন সিন্ডিকেটের মাধ্যমে অসাধু কিছু সংখ্যক লোক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয় এবং এর প্রভাব পড়ে দরিদ্র মানুষের ওপর। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, সর্বক্ষেত্রে দুর্নীতির প্রভাব বিরাজমান।
ক্ষমতাবান শ্রেণির লোকেরা দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তোলে, অন্য দিকে গরীবরা তারা তাদের মৌলিক অধিকারটা পাই না। ফলে সমাজের সামাজিক বৈষম্য দেখা দেয় এবং এ থেকে মানুষের নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়। আমরা অতি সহজেই দুর্নীতির প্রভাব সম্পর্কে ভালভাবেই বুঝতে পারি।
বিশ্বের কোন দেশই দুর্নীতির উর্ধ্বে নয়। দুর্নীতিকে সমাজ থেকে পুরোপুরি সমুলে নির্মূল করা না গেলেও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। বাংলাদেশের মত, উন্নয়নশীল দেশে রাষ্ট্রের একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। প্রয়োজন সমাজের সকল শ্রেণির মানুষের আন্তরিক সহযোগিতা।
দুর্নীতি রোধে স্ব”ছতা ও জবাবদিহীতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে স্বাধীন গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুর্নীতি ও অনিয়মের তথ্য অনুসন্ধান এবং তা জনসম্মুখে প্রকাশ করে গণমাধ্যমে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হলে দুর্নীতি হ্রাস পাবে। এর জন্য প্রয়োজন স্বাধীন বিচার বিভাগ। বিচার বিভাগকে প্রশাসন ও সংসদের প্রভাব মুক্ত হতে হবে। দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যব¯’া নিতে হবে। আইনের চোখের সবাই সমাজ, কেউ আইনের উর্দ্ধে নয়।
দুর্নীতি রোধের মাধ্যমে দ্রুত দেশের উন্নয়ন ও অগ্রগতি করতে হলে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত দল সরকার গঠন করে তাই রাজনৈতিক মূল্যবোধ থেকে যদি তারা আন্তরিক হয় তাহলে দুর্নীতি রোধ করা সম্ভব।
পশ্চিমা দেশগুলো দুর্নীতির মূলোৎপাটন করে এগিয়ে গেছে, কিš‘ আমরা দুর্নীতির কারণে পিছিয়ে গেছি। আজ থেকে ২০-২৫ বছর আগেও মালয়েশিয়ার অর্থনৈতিক অব¯’া প্রায় আমাদের দেশের মতই ছিল। কিš‘ ড. মহাথীর মহাম্মদের মত নেত…ত্বে সে দেশ আজ অর্থনৈতিকভাবে অনেক উন্নত। এটি সম্ভব হয়েছে দুর্নীতির বিরুদ্ধে দেশটির দৃঢ় অব¯’ান।
বাংলাদেশ ত…তীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। আয়তনের তুলনায় এদেশের জনসংখ্যা অত্যাধিক। এ কারণে বাংলাদেশের সমাজ জীবনে দুর্নীতি শিকড়ের ন্যায় বিস্তার লাভ করেছে। এদেশে জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম। এখানে মৌলিক চাহিদা পূরণের কোন নিশ্চয়তা নেই। তাই এই চাহিদা পূরণের নিমিত্তে অনেকে স্বে”ছায় দুর্নীতির আশ্রয় নি”েছ। তবে আমাদের লক্ষ্য থাকবে, দুর্নীতির হার কমানো ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা।
আমাদের মাটির নিচে আছে প্রাক…তিক সম্পদ, আছে উর্বর মাটি, যেখানে পাখির ঠোট থেকে ফসলের বীজ পড়লে বিনা যত্নে গাছ জন্মে। আছে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত। কিসের অভাব? অভাব আমাদের একটিই তা হলো দেশ প্রেম নেত…ত্বের।
দুর্নীতি দমন কমিশন, আইন কানুন শাসনের শানিত খড়গ আর র্যাব, বিডিআর’র ডান্ডা দিয়ে দুর্নীতি দমন সম্ভব হবে না। সাময়িক দমন হলেও আবার মাথা নাড়া দিয়ে নেমে যাবে দুর্নীতির মাঠে। তাই সু¯’্য, সুন্দর, অপরাধমুক্ত, সোনালী সমাজ গঠনে ¯’ায়ী দুর্নীতি দমনের বিকল্প নেই। এর জন্য প্রয়োজন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। চৎবাবহঃরড়হ রং নবঃঃবৎ ঃযধহ পঁৎব, রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম পš’া, এদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করতে হবে।
লেখক ঃ শিক্ষাবিদ ও কলাম লেখক,
অধ্যাপক সিদ্দিকুর রহমান,
সাবেক অধ্যক্ষ,
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও
দর্শনা সরকারি কলেজ।



