স্টাফ রিপোর্টার
‘সত্যই সাহস’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উ”চ বিদ্যালয় অডিটরিয়ামে দৈনিক পত্রিকা প্রথম আলো’র উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম আলো চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি’র সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সাইদুর রহমান (বীর প্রতীক), জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসানুজ্জামান সজীব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কামরুল ইসলাম বিপ্লব, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক। সুধী সমাবেশে স্বাগত বক্তব্য ও পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রথম আলো পত্রিকার স্পোর্টস বিভাগের বিভাগীয় সম্পাদক তারিক আহমদ।
সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘আমরা প্রথম আলোর কাছে নিরপেক্ষ সংবাদ চায়। আগুনের কুন্ডলি হাতে রাখা যেমন কঠিন, তেমনই সত্যের পথে চলা খুব কঠিন কাজ। প্রথম আলো সেটি করবে। প্রথম আলো দেশের ভেতরে সত্য ও ন্যায়ের পথে বেঁচে থাকবে। প্রথম আলোই প্রথম সুধী সমাবেশের আয়োজন করলো। এজন্য ধন্যবাদ জানা”িছ্ । ’
সুধী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক আবুল হাশেম, আহসান হাবিব শিপলু, হিরণ -অর-রশিদ শান্ত ও সেলিমুল হাবিব প্রশ্ন করেন। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রথম আলোর স্পোর্টস বিভাগের সম্পাদক তারিক মাহমুদ। সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপ¯ি’ত ছিলেন।
পাঠকরা অভিযোগ করেন, প্রথম আলো অনলাইনে ই-পেপার টাকা দিয়ে পড়তে হয়। এটা বিনামূল্যে পড়ার দাবি করেন। ক…ষকদের নিয়ে পত্রিকায় বিশেষ রিপোর্ট থাকা দরকার। পাঠকের চিঠি ও উপসম্পাদকীয় বেশি করে ছাপানো দরকার। ইসলামী বিষয়ক সংবাদ বেশি বেশি প্রচারে প্রস্তাব করা হয়। মাদকের বিরুদ্ধে বেশি বেশি সংবাদ হওয়া দরকার। শিল্প ও সংস্ক…তি বিষয়ে সংবাদ বেশি দরকার। অডিটরিয়াম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ দেয়া হয়।



