চুয়াডাঙ্গা সাত ভাই পুকুর পাড়ের আল মদীনা ট্রেডার্সকে জরিমানা

স্টাফ রিপোর্টার

মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল সংরক্ষণ করায়  চুয়াডাঙ্গায় এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে খেজুর ও ডাল ধ্বংস করা হয়। সোমবার বিকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুর পাড় এলাকায় অভিযান চালানো হয়। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন গুদাম তদারকি করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় শফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স আল মদীনা ট্রেডার্স-কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুদাম হতে ৫০০ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল জব্দ করা হয়। পরে সেগুলো সবার উপ¯ি’তিতে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হাসানের সাথে  অভিযানে উপ¯ি’ত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. মন্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *