দর্শনা থানা ও জয়নগর চেকপোস্ট পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

দর্শনা থানা ও জয়নগর চেকপোস্ট পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার সন্ধ্যা ৭ টায় দর্শনা জয়নগর চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার চেকপোস্টে দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সাথে পরিচিতি ও কুশলাদি বিনিময় করেন। তিনি চেকপোস্টের অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এসময় পুলিশ সুপার অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ও ভারতে গমনকারী প্রত্যেক নাগরিকদের সাথে সর্বদা ভালো আচরণ নিশ্চিত করতে হবে। চেকপোস্ট ব্যবহারকারী নাগরিকগণ যেন পুলিশের সম্পর্কে কোনো নেতিবাচক বা বিরূপ মন্তব্য না করেন। সে লক্ষ্যে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি ব্ল্যাকলিস্টেড কেউ যেন ইমিগ্রেশন দিয়ে গমনাগমন করতে না পারে সেদিকে কঠোর নজরদারি অব্যাহত রাখার জন্য বলেন।

এছাড়াও চেকপোস্ট মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন, ব্যারাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের চাহিদার প্রেক্ষিতে ছুটি সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, জয়নগর চেকপোস্টের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

এর আগে সন্ধ্যা ৬ টায় দর্শনা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
দর্শনা থানা পরিদর্শনকালে থানায় কর্মরত অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এসময় পুলিশ সুপার থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় দর্শনা থানার অফিসার ইনচার্জ সুলতান মাহমুদসহ থানার সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *