স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃ মিজানুর রহমান। খুলনা ডিআইজি অফিসের আদেশ প্রাপ্ত হয়ে সোমবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দপ্তরে এসে তিনি যোগদান পত্র জমা দেন। এরপর অপরাহ্ণে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব বুঝে নেন। গতকাল দিনব্যাপী ব্যস্ততম সময় পার করেন। সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসারদের নিয়ে তিনি সৌজন্য সাক্ষাতে বসেন। সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান, ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে অদ্যাবধি পোশাকের মর্যাদা রেখে সুনামের সহিত চাকরি করে চলেছি। সর্বশেষ মেহেরপুর জেলার মুজিবনগর থানার অফিসার ইনচার্জ হিসাবে ১৩ মাস দায়িত্ব পালন শেষে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি।



