চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে  উপ-কমিটির সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার :

চুয়াডাঙ্গায় ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে  উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিকেল ৪টায় চুয়াডাঙ্গা  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ  সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব  চুয়াডাঙ্গা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার রিফাত আরা। এনডিসি আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা পুলিশের আর আই মোঃ খসরুল আলম, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স (অপারেশন ) ইন্সপেক্টর হোসেন আলী, চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি  সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা তথ্য অফিসার  শিল্পী মন্ডল, কুচকাওয়াজ পরিচালনা উপ-কমিটির সদস্য ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান, ফজলুল হক মালিক সহ মহান বিজয় দিবস উদযাপন উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । 

সভার সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা  উপ-কমিটির সদস্যদেরকে যথাযথভাবে  নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস  ও ১৬ই ডিসেম্বর মহান মহান বিজয় দিবস উদযাপন সফলভাবে সম্পন্ন  করার আহ্বান জানান। 

সভায় সিদ্ধান্ত হয় ১৪ই ডিসেম্বর দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অস্ত্রধারী সংগঠনের  দল নিয়ে মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহড়া অনুষ্ঠানে যোগদান না করলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের মূল পর্বে কোন প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করতে দেয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *