স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুরে শাহ সুফি সৈয়দ ইসমাইল হায়দারী (রুইতনপুরী) ২৪তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রুইতনপুর কালাপাড়ায় মাজার শরীফের প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাজার শরীফের পরিচালক ফতে আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯িত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় উপস্থিত ভক্তবৃন্দ, রুইতনপুরের মানুষ সবসময় আমাকে ভালবাসা, দোয়া ও সমর্থন দিয়ে এসেছেন। আমি আপনাদের মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই ওরশ শরীফে দাঁড়িয়ে আমি দৃঢ়ভাবে বলতে চাই আলমডাঙ্গা, চিৎলা ও রুইতনপুরের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা আমার অঙ্গীকার। আজকের এই মাহফিল আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কেউ স্থায়ী নই। স্থায়ী হলো আমাদের কাজ, আমাদের চরিত্র ও আমাদের আচরণ। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। বিভেদ নয় ঐক্যই আমাদের শক্তি। উন্নয়নই আমাদের লক্ষ্য।
এসময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য ও চিৎলা ইউনিয়ন পরিষদের মেম্বার মিরাজুল ইসলাম বেল্টু ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হক মাবুদ। অনুষ্ঠানে মাজার শরীফ কমিটির সভাপতি আজমোতুল হুদা দোয়া মাহাফিল পরিচালনা করেন।



