স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর, মানিকপুর, ধোপাখালী ও মাদবখালী গ্রামে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে গণসংযোগ শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন।
গণসংযোগকালে রুহুল আমিন বলেন, সোনার বাংলা গড়তে এসে অতীতের সরকারগুলো শুধু নিজেদের আখের গুছিয়েছে। ৫৪ বছর ধরে সবাই সোনার বাংলার কথা বলেছে, কিন্তু বাস্তবে সোনার বাংলা বাদ দিয়ে নিজেদের স্বার্থই আগে দেখেছে। আমরা আপনাদের কাছেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ সোনার বাংলা গড়তে চাই। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, নায়েবে আমীর বিল্লাল হুসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।



