স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার গণসংযোগ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গণসংযোগ ও কুশল বিনিময় করেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
গণসংযোগকালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, চুয়াডাঙ্গার মানুষ আন্তরিক, পরিশ্রমী ও দেশপ্রেমিক। আমরা আপনাদের সঙ্গে নিয়ে এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য বা অন্যায়ের কোনো স্থান থাকবে না। দাঁড়িপাল্লা ন্যায় ও সুশাসনের প্রতীক এই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমেই আমরা চুয়াডাঙ্গার ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাকে পরিকল্পিতভাবে একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে আমরা সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে মাঠে নেমেছি। জনগণের দোয়া, সমর্থন এবং আল্লাহর উপর ভরসাই আমাদের শক্তি। আপনারা যদি পাশে থাকেন তাহলে পরিবর্তন আর স্বপ্ন নয়, বাস্তবে হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি সাগর আহমেদ, জামায়াতে ইসলামী সদর উপজেলা সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, অফিস সম্পাদক আশির উদ্দিন, আলুকদিয়া ইউনিয়ন আমীর আব্দুল মোমিন, সেক্রেটারি মতিউর রহমান, বাইতুল মাল সম্পাদক মাহবুল হক, ১ নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইদ্রিস আলী, ২ নং ওয়ার্ড সভাপতি লিটন আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগকে কেন্দ্র করে পুরো আলুকদিয়া বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।



